সর্বত্র নারী নির্যাতন প্রতিরোধ গড়ে উঠুক

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

নারী মানে মা, মেয়ে আর কন্যাসন্তানের সমন্বিত রূপ। যাদের ছাড়া হয় না কোনো উন্নতি বা অগ্রগতি। আজকের যুগে পুরুষের সহায়ক হিসেবে কাজ করছে নারীরা। কিন্তু এই নারীরাই আবহমান-কাল থেকে নির্যাতিত হয়ে আসছে। সাধারণত ব্যক্তিগত ও সামাজিক জীবনে যখন জোরপূর্বক বঞ্চনার শিকার হয়, শারীরিক, মানসিক ও যৌন অত্যাচারের সম্মুখীন হয়, সেই পরিস্থিতি নারী নির্যাতন। বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করলে দেখা যায়, ঘরে-বাইরে কিংবা কর্মক্ষেত্রে সর্বত্রই নারীরা নিরাপদ নয়। সব জায়গায় নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। জাতিসংঘের মতে, বাংলাদেশের ৬০% বিবাহিত নারীরা স্বামী দ্বারা নির্যাতিত হচ্ছে। অথচ এই নারীরাই পুরুষের অর্ধাঙ্গিনী হিসেবে ভূমিকা রাখে সমাজে। নারী নির্যাতন দমনে সরকার ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন আইন পাস করা হয়। কিন্তু তাতেও থামছে না নারী নির্যাতনের মত জঘন্য নিষ্ঠুর অভিশাপ।
তাই নারী নির্যাতনের মত পাষণ্ড ও ঘৃণিত কাজ দমনের জন্য সরকারের উচিত আইনের কঠোর বাস্তবিক প্রয়োগ করা এবং জনগণেরও উচিত সচেতন হওয়ার পাশাপাশি নারীদের সম্মানের চোখে দেখা।

আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধকংসারী হালদার : তেভাগা আন্দোলনের নেতা
পরবর্তী নিবন্ধচা বাগান : শখের বশে হাতি পালন