চা বাগান : শখের বশে হাতি পালন

জিল্লুর রহমান | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

সবচেয়ে কম মজুরির কাজ হচ্ছে চা শ্রমিকের আর সবচেয়ে কম লাভজনক ব্যবসাও হল চা বাগানের মালিকানা। মাঝখানে তৎসামন্য ব্যবসা করেন মধ্যস্বত্ব ভোগীরা। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যোগে শ্রমিকদের মজুরি ৫০ টাকা বৃদ্ধি সত্যি প্রশংসনীয়। চা বাগানের উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই কারণ এক হেক্টর জমিতে ১৪৫০ কেজি চা হলে তার উৎপাদন ব্যয় ১৬০ টাকা আর বিক্রি হয় ১৮০/১৯০ টাকায়। মাঝখানে চা বাগানের মালিকরা পারে না এই ব্যবসা থেকে বের হতে পারে না শ্রমিকদের মূল্যায়ন করতে অনেকটা শখের বশে হাতি পালনের মত। আসলেই সব উৎপাদনমুখী শিল্পের মালিকদের এখন আর আগের মত লাভ নেই যেমন গার্মেন্টস মালিকরা রাতদিন খেটে লাভ করেন ৫-৭% তারপরেও শিল্প উদ্যোক্তারা থেমে নেই এটাই দেশপ্রেম কিন্ত মজুতদার, পাইকারী ব্যবসায়ী নানা কর্পোরেট মধ্যস্বত্ব ভোগীরা লাভ করেন ২০-৩০%। অনেক ক্ষেত্রে তারও বেশি এদের ব্যাপারে সরকারকে নজর দেওয়া জরুরি আর ঘুষ /দুর্নীতি করে কোটি টাকা পাচার করা দেশপ্রেমিকদের(!) চা বা গার্মেন্টস বা কৃষি ব্যবসায় বিনোয়োগ করানো গেলে শিল্পগুলো আরো স্বস্তি পেত।

পূর্ববর্তী নিবন্ধসর্বত্র নারী নির্যাতন প্রতিরোধ গড়ে উঠুক
পরবর্তী নিবন্ধবাবাকে মনে পড়ে