‘সরলপুর’র কপিরাইট বাতিল, জয় হলো চঞ্চল-শাওনের

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহ গীতিকার জনপ্রিয় গান ‘সর্বত মঙ্গল রাধে’এর বেশ কয়েকটি লাইন চুরি করে নিজেদের তৈরি করা ‘যুবতী রাধে’ গানের সঙ্গে যুক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরলপুর ব্যান্ডের কপিরাইট স্বত্ত্ব বাতিল করা হয়েছে। এতথ্য জানিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর গাওয়া ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এরপরেই গানটির কপিরাইট দাবি করে সরলপুর ব্যান্ড। বিতর্কের মুখে শাওনচঞ্চলের গাওয়া গানটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়। খবর বাংলানিউজের।

দেখা যায়, আইনি প্রক্রিয়ায় গানটির কপিরাইট নিজেদের নামে করে নিয়েছে সরলপুর। এই গান ময়মনসিংহ গীতিকার উল্লেখ করে সরলপুরের কপিরাইট বাতিল চায় আইপিডিসি। তাদের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার শুনানি শেষে সরলপুরের কপিরাইট বাতিল করে দেয় পাঁচ সদস্যের বোর্ড। বাংলাদেশ কপিরাইট অফিস বলছে, অনৈতিকভাবে কপিরাইট নিয়েছিল সরলপুর। গানটির ১২টি লাইন পুরোটাই চুরি করা।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণাই পেশা মামা-ভাগ্নের!
পরবর্তী নিবন্ধনতুন সিনেমার জন্য ১০০ কোটি পারিশ্রমিক নেবেন প্রভাস