সরকারের অবস্থানের নিন্দায় বিএনপি

ইউক্রেন যুদ্ধ

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে বাংলাদেশের অবস্থান জাতিসংঘ সনদের পরিপন্থি উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা জানান। রাশিয়ার আক্রমণকে ‘অমানবিক’ মন্তব্য করে বিএনপি মহাসচিব গত ৭ দিন ধরে যুদ্ধে ১০ লাখ মানুষ উদ্বাস্ত এবং শত শত নিরীহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশি নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে দলের অবস্থান সুস্পষ্ট করেন। তিনি বলেন, এই আক্রমণকে (রাশিয়ার সামরিক অভিযান) ইউক্রেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে বিএনপি। এই ধরনের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী তৎপরতা জাতিসংঘের সনদ অনুযায়ী অপরাধ। এ আক্রমণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যানের স্বাক্ষর নকল করে জন্মসনদ
পরবর্তী নিবন্ধছুটির দিনে পাঠকের উচ্ছ্বাস, লেখক-প্রকাশকের স্বস্তি