সময়- প্রেম

জিএম জহির উদ্দিন

| শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

কেউ দায় নেয় না আজ আমার দীনতার–
কেউ ভালো বাসে না কভু, দিতে প্রেম ধার!
ও চায় একান্তে নিজেরই ভালোবাসা হোক
অন্যের তৃপ্তিতে ভরে না, নিজ মনলোক!

আমি ব্যর্থ, পারিনি আজীবন ভালোবাসা দিতে
আমি স্বার্থক এ জীবনে প্রেম বিকাইতে —
রিক্ত আমি যদি রই, থাকি দীনতায়—
‘যে প্রেম নেয়নি’ তার, কিবা আসে যায়!

বেলাশেষে বলো কে আমাকে কাছে টেনে নেবে!
দিন শেষে সূর্যালোক বলো কে পায় কবে?
তাই সময়েই কারো প্রেমের মূল্য দিতে হয় ;
বুঝেছি, সময়ের আকুতি –
অসময়ে কখনো পাবার নয়!

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি মেয়র সমীপে
পরবর্তী নিবন্ধপুরুষ এবং নারী একে অপরের পরিপূরক