সময়ের রদবদল

তারিফা হায়দার | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

এখন সময় বদলে গেছে
আগের মত আর লাগেনা
সবকিছুতেই রঙচটা ভাব
আমার এসব ভাললাগেনা।

চোখের কোলে গাঢ় কাজল
এখন কারো লেপ্টায় না
লিপস্টিকের রঙটা যেন
চুমুতেও আর মুছে না।

এখন সবি মেকি ভীষণ
ভালোবাসায় প্রাণ কাঁদে না
দু চার দিনের চ্যাটিং শেষে
বিদায় দিতেও তর সয় না।

আকাশ ভরা অনেক তারা
চেয়ে দেখার সময় কই
আলোকসজ্জায় ঘর ভরে রয়
আঁধার রাতের জোছনা কই?

ফুলদানিতে ফুলগুলো আর
আগের মতন সুবাস নেই
শিউলি, বকুল, হাসনাহেনা
খোঁপায় গোজার মানুষ নেই।

এখনো আকাশ কালো করেই
অভিমানের মেঘ জমে
বুকের ভেতর ঝড় উঠলে কি
কারো কথায় ঝড় থামে?

এখন কেবল কষ্টগুলো
শাড়ির ভাঁজে, কুচির খাঁজে
ঠাহর করে দেখে না কেউ
বুকে গোপন কষ্ট বাজে।

মায়ের দেয়া মিঠে শাসন
এখন কোথাও আর পাইনা
দুপুর রোদের ভাত ঘুমেও
স্বপ্নে তো কেউ আর আসে না।

ভালো থাকার ভান করে সব
আদতে কেউ ভালো নেই
ভালোবাসি বলার মতো
এমন কোনো মানুষ নেই।

দুঃখ দিতে দক্ষ মানুষ
না চাইলেও সুর জাগে
দিনের শেষে সব মানুষের
নিজের একটা মানুষ লাগে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের বন্ধন সুুুদৃঢ় করার দায়িত্ব সবাইকে নিতে হবে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে