পরিবারের বন্ধন সুুুদৃঢ় করার দায়িত্ব সবাইকে নিতে হবে

লাকি বিশ্বাস | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

পরিবারে মা বাবাকে সব সন্তানের প্রতি সমদৃষ্টি দেখাতে হয়, নতুবা এতে হিংসা বা বিদ্বেষের সৃষ্টি হয়। আপনি যখন একটি পরিবারে দেখবেন আপনাকে বা আপনার সমমর্যাদার কাউকে বেশি মূল্যায়ন করা হচ্ছে, সেটাও গ্রহণ করা উচিত না। মা বাবা হলেন একটি পরিবারের সর্বোচ্চ আসনের অধিকারী। আর এই আসনের যোগ্য সম্মান রাখতে তাঁদের ভূমিকা কিন্তু সবসময় সঠিক, বিচক্ষণতার পরিচয়, ধারক বাহক হিসেবে কাজ করে। আপনার একটি সুচিন্তিত মতামত পরিবারের ভারসাম্য রাখতে সহায়তা করে। কেউ অন্যায় করলে তাকে তার অন্যায়কে বুঝিয়ে দেওয়া, এটাও তাঁর কাজ। এক পরিবারে থাকতে হলে বা বন্ধন ভাল রাখতে গেলে একজন ছেলেকে তার সবদিকে খেয়াল রাখতে হবে। যেমন, একটি পরিবারের ভাল মন্দ। আর সবাইতো সমান রোজগার করে না। সেটাও একজন সন্তানকে খেয়াল রাখতে হবে। তবে নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে দূরে থাকা যাবে না। শ্রম, কথা আর আর্থিক সব দিক দিয়ে আপনি পুষিয়ে দিতে পারেন আপনার দায়িত্ব, যদি তা আপনার বিবেচনায় থাকে। শুধু নিজের পরিবার, সন্তান, শ্বশুরবাড়ী এসব নিয়ে থাকলে আপনার পতন নিশ্চিত, সেটা বুঝতে হবে একজন সন্তানের। আর এটাও সত্যি একজনকে ঠকিয়ে কখনো নিজেকে বড় করতে পারবেন না, বিশেষ করে ভাই ভাইকে, বোন ভাইকে, কিংবা ভাই বোন কে। তাই পরিবারের বন্ধন সুদৃঢ় করার দায়িত্ব পরিবারের সবাইকে নিতে হবে। আমাদের সমাজে নারীরাই নারীর প্রধান শত্রু। শাশুড়ি-বউমা, জা-জা, ননদ-বৌদি, এ সম্পর্কগুলো যেন ভালো ভূমিকা রাখে সমাজে। তাই আসুন, নারী হয়ে আপনি পরিশুদ্ধ হোন। তাহলে আপনার সন্তান আপনার থেকে শিক্ষা নিয়ে একজন ভাল মানুষ হিসেবে পরিবার, সমাজ আর রাষ্ট্রের সাথে সুসম্পর্কে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণ, বাড়ে প্রাকৃতিক সৌন্দর্য
পরবর্তী নিবন্ধসময়ের রদবদল