সম্মেলন ঘিরে সড়ক বন্ধ দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলনকে ঘিরে গতকাল ভোর ৬টা থেকে বন্ধ করে দেয়া হয় প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত সড়ক। নগরীর এই প্রধান সড়ক ছাড়াও আশপাশের আবাসিক এলাকার গেটগুলোও বন্ধ করে দেয়া হয়। সুগন্ধা আবাসিক এলাকার ভেতরের সড়কগুলোতেও বাঁশের প্রতিবন্ধকতা দেয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েন এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ। সকাল ৬টায় থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই সড়ক বন্ধ ছিল। কারণ নগরীর পাঁচলাইশ থানার সামনে দি কিং অফ চিটাগাং প্রাঙ্গণে অনুষ্ঠিত মহানগর যুবলীগের সম্মেলন শেষ হয়েছে বিকাল সাড়ে ৫টায়। সড়কটি বন্ধ থাকায় প্রবর্তক মোড় থেকে মেডিকেল সড়ক ও প্রবর্তক মোড় থেকে দুই নম্বর গেট সড়কে গাড়ির চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। সম্মেলন চলাকালে পুলিশের পক্ষ থেকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়। সড়কটি বন্ধ থাকার কারণে আশপাশের সড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন এই সড়কের পাশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগীরা। কারণ প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত ২০টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে দূরদূরান্ত থেকে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে তাদের হেঁটে আসতে হয়েছে।

সম্মেলনে অংশ নেয়া যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পায়ে হেঁটে সম্মেলন স্থলে আসলেও মূল সম্মেলন স্থলে যাদের ডেলিগেড কার্ড ছিল তারাই প্রবেশ করতে পেরেছে। ফলে প্রর্বতক মোড় থেকে পাঁচলাইশ হয়ে কাপাসগোলামুরাদপুর পর্যন্ত অবশিষ্ট হাজার হাজার নেতাকর্মীদের ভিড় লেগে থাকে। সাধারণ কোন মানুষ এই সড়ক গুলো দিয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলাচল করতে পারেনি। কারণ মহানগর যুবলীগের সম্মেলন শেষ হয়েছে বিকাল সাড়ে ৫টায়।

পূর্ববর্তী নিবন্ধডলার বাঁচাতে বিকল্প পেমেন্ট সিস্টেমে নজর সরকারের
পরবর্তী নিবন্ধআছেন প্যাথলজিস্ট হিসেবে, নেই সনদ