চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ২০২২-২৪ নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে চারটি দলের সমন্বয়ে ‘সম্মিলিত ঐক্যজোট’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সম্মিলিত পরিষদ, সচেতন ফোরাম, সমন্বয় পরিষদ ও সমমনা কল্যাণ পরিষদ মিলে এই জোটের সৃষ্টি করা হয়েছে। গত বুধবার নগরীর আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ করা হয়েছে। সম্মিলিত ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের দলনেতা সায়েদুজ্জামান খান।
গিয়াস উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোটের পৃষ্টপোষক সিরাজুল মনোয়ার, জাহিদ হাসান, প্রধান সমন্বয়ক খন্দকার লতিফুর রহমান আজিম, আহবায়ক মো. সাইফুদ্দিন, যুগ্ম আহবায়ক নুরুল আবছার (ইডেন), সদস্য সচিব গোলাম ফারুক ডলার, এটিএম তারেক, সেলিম খাঁন, শাহিন মাহমুদ, আলম বাকী, জসিম উদ্দিন, এম এ আমান প্রমুখ। অনুষ্টানে বক্তারা, চিটাগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফদের ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী নির্বাচনে সম্মিলিত ঐক্যজোটের পাশে থাকার সমর্থন ব্যক্ত করেন।