সম্মলিত পরিবর্তন চাই

শরণংকর বড়ুয়া | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বই পড়া, খবরের কাগজ পড়া, গল্প বই পড়া একে অন্যের প্রতি আন্তরিকতা দিনে দিনে কমছে। কমছে স্কুলের পাঠ্যপুস্তক। কমে যাচ্ছে চারপাশের জায়গার পরিধি। থাকছে না খেলাধুলার মাঠ, ছোট হয়ে যাচ্ছে ধানি জমি, বিলিন হচ্ছে পাহাড়। হু হু করে পাথরের ইমারত দিনের পর দিন গ্রামে গঞ্জে আনাচে কানাচে বেড়েই চলেছে। এই দিকে দ্রব্যমূল্যের দাম, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ, পানি, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া সব কিছু লাগামহীন উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস বেড়ে চলেছে। আয়ের সাথে খরচের কোন মিল খোঁজে পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা লাগামহীন মুনাফা হাতিয়ে নিচ্ছে সহজ সরল জনগণের কাছ থেকে। এই সব নিয়ে সরকার ব্যবসায়ীদের কিছু বললে তারা নানা অজুহাত দেখায়। মাঝে মধ্যে আইন প্রয়োগকারী মাঠে নামলেও কয়েকদিন পর নীরব হয়ে যায়। নিজেদের দায়িত্ব নিয়ে সব সময় মাঠে থাকলে আজ বাজারের পরিস্থিতি এরকম হতো না। দায়িত্বের প্রতি আইনের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকা খুবই প্রয়োজন। আসলে সকলের বোধ বুদ্ধি কেমন জানি হারিয়ে যাচ্ছে। একে অপরকে ঠকানো, ঘুষ, ভেজাল, জুলুম, চাঁদাবাজি, বাহুবল এ যেন প্রতিটি জায়গা নিত্যনৈমিত্যিক ঘটনা ঘটে চলেছে। ইতিমধ্যে দুর্নীতিবাজ ও অসৎ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে জ্বালানি ঘাটতির দায় পুরোটাই জনগণের উপর চাপিয়ে দিয়েছে এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। মধ্যবিত্তের টিকে থাকার নতুন লড়াই শুরু হয়ে গেছে। এই থেকে আমরা কী কখনো মুক্ত হতে পারবো না!
দেশ স্বাধীন চেয়েছিলাম, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু ব্যক্তি স্বাধীনতা এখনো পাইনি। সুযোগ পেলেই শকুনেরা থাবা মেরেই যাচ্ছে। স্বদেশী স্বার্থবাদী অসাধু ব্যক্তিদের কারণে দেশ আজ অরাজকতা চলছেই। মুক্ত কথা বলা, সত্য কথা বলা, নির্ভয়ে পথ চলা এ আতঙ্ক থেকে রেহাই পেতে চায় জনগণ। দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু মানসিক ভাবে আমরা এগোতে পারছি না। এই সব নিয়ে পত্র পত্রিকায় কত লেখালেখি বিভিন্ন ভাবে কে কার কথা শুনে। চাই শুধু কাড়িকাড়ি টাকা, বিশেষ নেটওয়ার্ক গুরুপিং এই ধরনের রং বদলানো দুশ্চরিত্র অসাধু মানুষের কাছে বিবেক বুদ্ধি বিক্রি হয়ে যাচ্ছে সহজে। ফলে দেশে গ্রামে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ, বিভাজন এত বাড়ছে যে, মাঝে মধ্যে মনে শঙ্কা জাগে। আপন লোকগুলোকে অচেনা মনে হয়। যে কারণে আজ বিশ্বাস, সততা, মানবিকতা, ভালোবাসার খুবই অভাব দেখা দিয়েছে। আমার বিশ্বাস সময়ের সাথে সাথে সকলের শুভ বুদ্ধির উদয় হবে।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ’র অননুমোদিত ভবন শনাক্তকরণে সাঁড়াশি অভিযান চাই
পরবর্তী নিবন্ধঅস্পষ্ট আয়না