অস্পষ্ট আয়না

ফাতেমা ফেরদৌস নীপা | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বিধি পত্রে বাঁধা
সূর্য বড় খেয়ালি,
অস্পষ্ট আয়নায়
আলো ঢেলে,
আঙুলের ভেতর ছায়া হয়ে আসে
কপোলের গণ্ডদেশ।
যেন মুখ তুলে,
অজানিত নীল ভর্তি
মুঠো মুঠো মেঘ
আকাশে ছড়ায়।
মৃদু কাঁপে
বলিরেখা,
মাতাল ঢেউয়ের তোড় হারছে
চোখের দীঘিতে।
মনের ঘোরে
দূর জানালায় কে ডেকে যায়;
বিষণ্ন প্রহরে
নামে গোধূলি,
নিঝুম করতলে গন্তব্যহীন
স্মৃতির মেপল পাতার বনে
ভাগ্যলিপি,
পথ ভুলে মুছে যায় নিরন্তর।

পূর্ববর্তী নিবন্ধসম্মলিত পরিবর্তন চাই
পরবর্তী নিবন্ধখুঁজে নিতে হয়