সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা সফল হবে না

কঠিন চীবর দানোৎসবে নওফেল

| বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটাস্থ জেতবন শান্তিকুঞ্জু বৌদ্ধ বিহারে দানত্তোম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। দানোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশ সবার। সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে এখানে সকল সমপ্রদায়ের মানুষ বাস করবে। এ সামপ্রদায়িক সমপ্রীতি ভাঙনে উগ্রবাদী গোষ্ঠী যতই চেষ্টা করুক না কেন, তা কখনো ভাঙবে না। আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।
ভদন্ত বুদ্ধরক্ষিত মহাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, কাউন্সিলর পুলক খাস্তগীর। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের। প্রধান সদ্ধর্মালোচক ছিলেন মহাসভার মহাসচিব, ড.সংঘপ্রিয় মহাথের। ধর্মালোচনা করেন প্রজ্ঞানন্দ মহাথের, শাসনানন্দ মহাথের, শীলজ্যোতি থের প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বুদ্ধ বিহারের অধ্যক্ষ শিক্ষক এম বোধিমিত্র থের এবং স্বাগত বক্তব্য দেন রাজীব বড়ুয়া জনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় আজ ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চলছে ২য় ডোজ গণটিকাদান