সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো কক্সবাজার সৈকত

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজার সৈকতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। সৈকতের বালিয়াড়িতে প্রতিমা বিসর্জন পরিণত হয়েছিল সার্বজনীন উৎসবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও যোগ দেন এ উৎসবে। মা দুর্গার বিদায়ে সৈকতে লাখো মানুষের সমাবেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়।
গতকাল ১৫ অক্টোবর বেলা আড়াইটা থেকেই কক্সবাজার জেলার বিভিন্ন স্থান হতে প্রতিমা আসতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত আসা অব্যাহত ছিল। প্রতিমার সঙ্গে ঢাক-ঢোলের তালে তালে, রং মেখে, নাচ-গান করতে করতে অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী। দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার শেষ আনুষ্ঠানিকতায় সাগরপাড়ের যেদিকে চোখ গেছে শুধু মানুষ আর মানুষ। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সৈকতের মুক্তমঞ্চে জেলা পূজা উদযাপন কমিটি বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন। অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, বাগেরহাট উপজেলা চেয়ারম্যান, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবুল শর্মা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন যুগ যুগ ধরেই চলে আসছে। চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এবারও পূর্বের ধারা অব্যাহত রেখে সৈকতে সম্প্রীতির মিলন মেলা ঘটেছে প্রতিমা বিসর্জনে। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ জানান, কক্সবাজার জেলায় ৩০৪ টি মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। এর মাঝে ১৪৯ প্রতিমা ও ১৫৫টি ঘটপূজা। ৩০৪ মণ্ডপের জন্য ১৪৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। এবার মা দুর্গা মর্ত্যলোকে আসেন ঘোড়ায় চড়ে, আর দেবলোকে ফিরে যান দোলায় চড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রামে আসছেন আল্লামা সাবির শাহ্‌