সম্পর্কের নতুন যুগ নির্মাণে সৌদি আরবে এরদোয়ান

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

কয়েক বছরের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সফরে সৌদি আরব গিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। এ সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা হবে বলে আশা করছেন তিনি। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী জেদ্দা শহরের আল সালাম প্রাসাদে এরদোয়ান সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন, এ সময় সৌদি আরবের নির্বাহী শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেখানে উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।

বাদশার সঙ্গে সাক্ষাতের পর এরদোয়ানের সঙ্গে যুবরাজ মোহাম্মদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বলে আঙ্কারার জনসংযোগ দপ্তর টুইটারে জানিয়েছে। সৌদি বাদশার আমন্ত্রণে এরদোয়ান সৌদি আরব সফরে গিয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেশ কয়েক মাস ধরেই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করে আসছিল তুরস্ক, এই লক্ষ্যে ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগজি হত্যার বিচারও স্থগিত করে তারা, এই প্রচেষ্টার চূড়ান্ত পরিণতিই এরদোয়ানের এ সফর।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান সুইডিশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধআল-আকসায় ফের ইসরায়েলি হামলা আহত ৪২