সমাজ পরিবর্তন করতে হবে আমাদেরই

জাকিয়া জেসমিন যূথী | শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

আমাদের ব্যক্তিমানসে কত কত রহস্য! এই রহস্য ভেদ করে প্রতিটি হৃদয়ের গভীরে প্রবেশ করে ইন্ট্রোভার্ট মানুষটিকে নিজের মতো করে আনন্দের দরজায় বের করে নিয়ে আসা পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটা। সে হয়তো জানে কতটা অভিমানে ভুলের স্বর্গে তার দিনযাপন, কিন্তু তার চারপাশে যে শক্ত বলয় সে করে রাখে তা ভেদ করতে হলেও কঠিন যুদ্ধে পরাজয় আর জয়ের তালিকা পেরিয়ে শেষ পর্যন্ত তাকে জয় করে ওঠা কঠিন। মানব হৃদয় কঠিনের সাথে যুদ্ধে যেতে চায় না।

প্রত্যেকেই ইয়া নফসী ইয়া নফসী জীবন বন্দনার মাঝে চায় ফাল্গু হাওয়া, চায় বসন্তের কুহুকোকিলা ডাকে নিজেকে একটুখানি আরাম দিতে। তার যুদ্ধ করার সময় কোথায়! হে মানব মানবী, চলো ভেঙে ফেলি নিজেদের ভেতরের ইগো নামক দুঃখ দেয়াল! চলো হাসিমুখে মেনে নেই অন্যের অসমতা! সমাজ পরিবর্তন করতে হবে আমাদেরই। কারণ, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর যুবলীগ কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন হবে বলে প্রত্যাশা
পরবর্তী নিবন্ধশ্রীলংকা ও আমাদের ভাবনা