শ্রীলংকা ও আমাদের ভাবনা

সোমা মুৎসুদ্দী | শনিবার , ১৪ মে, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

আমাদের বন্ধুদেশ শ্রীলংকায় যখন অর্থনৈতিকভাবে করুণ অবস্থা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়া ও সংকট দেখা দিয়েছে তখন আমরাও যে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছিনা তা কিন্তু নয় শ্রীলংকার বর্তমান অবস্থা আজ পুরো বিশ্বকে ভাবিয়ে তুলেছে, কিভাবে সুন্দর একটি রাষ্ট্র থেকে আজ দেউলিয়া হবার পথে, তাদের এই দেওলিয়া হওয়ার পেছনে অপ্রয়োজনীয় উন্নয়নের নামে বিভিন্ন মেগা সিটি বাস্তবায়নের জন্য বিদেশ থেকে ঋণ নেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে, আমরাও শংকিত যেভাবে দিনের পর দিন আমাদের দেশেও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বাড়ছে তাতে করে মানুষের আয়ের মান বৃদ্ধি হচ্ছেনা, একসময় যে সয়াবিন তেলের লিটার প্যাক কিনতাম মাত্র পঁচানব্বই টাকায় তা এখন দু’শ টাকায় বিক্রি হচ্ছে ভাবতেই অবাক লাগছে এযেনো খাবারে গঙ্গার জল ছিটানোর মতোই, আমাদের দেশে এই মুহূর্তে প্রয়োজন কর্মসংস্থানের জন্য বেশি বেশি কলকারখানা তৈরি করা যাতে করে বেকারত্ব দূর হয় নাহলে দু’শ টাকার সয়াবিন তেল কেনার জন্য ভালো মানুষও রাস্তায় নেমে ছিনতাই করা শুরু করবে সেদিন আর খুব বেশি দূরে নয় কাজেই এখনই সময় সতর্ক হবার।

পূর্ববর্তী নিবন্ধসমাজ পরিবর্তন করতে হবে আমাদেরই
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারের রূপকল্প