সব মানুষের প্রিয় হয় না কোনো মানুষ

নজরুল জাহান | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

লোকে বলে এতো ভালো

তবু ভালো হলাম না,

কাদের কাছে খারাপ আমি

সেই কথাটি বললাম না।

একদিন যদি ভালোবাসা

সর্বজনের পাই,

সেই চেষ্টা করেই যাবো

দু:খ আমার নাই।

মানুষেরই মাঝে আমার

হয়েছে যে ঠাঁই,

সেই ভাগ্যই বড়ভ্যগ্য

আর কিছু না চাই।

মানুষেরই কাজে থেকে

যতো যাই পেয়েছি,

তার চেয়ে কে দেবে আমায়

মানুষের গান গেয়েছি।

মানুষের গান সবার বড়

আকাশ উঁচু সমান,

একজনও যদি ভালোবাসে

আর কি চাই সম্মান?

সব মানুষের প্রিয় হয় না

কখনো কোনো মানুষ,

ভালো লাগার ভালো মন্দ

থাকতেই বলে ফানুস।

পূর্ববর্তী নিবন্ধমানুষ!
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি