সব নৌরুটে ফেরি চলাচলের অনুমতি

| মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:২৬ পূর্বাহ্ণ

ঈদের ঘুরমুখো যাত্রীদের মানবিকতার কথা বিবেচনা করে সব রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। দু’দিন বন্ধ রাখার পর গতকাল সোমবার পাটুরিয়া-দৌলতদিয়া রুটে, শিমুলিয়া-বাংলাবাজার, মাওয়া ঘাটে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী বলেন, ঘাটে ঈদে ঘুরমুখো যাত্রীরা অনেক দুর্ভোগে পড়েছেন। এসব মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মূলত মানবিক বিষয় চিন্তা করেই ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যেসব মানুষ ঘাটে পৌঁছে গেছেন তারা যাবেন কোথায়?

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো : কাদের
পরবর্তী নিবন্ধরাশিয়া থেকে ১ কোটি টিকা আনার পরামর্শ