সব আছে কিছু নেই

মনজু আলম

| সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

বরষায় জল নেই শীত নেই শীতে,
অকালেই আসে সব, ঋতু নেই রীতে।
তারই মাঝে বিদ্যুতের লুকোচুরি খেল
হুহু করে বাড়ে দাম গ্যাস পানি তেল!
গাড়ি বাড়ে বাড়ি বাড়ে, বাড়ে না তো ভূমি
চাষাবাদ কোথা হবে কোথা কৃষি জমি?
যানজট সীমাহীন ভোগান্তি চরমে
অব্যক্ত যাতনা কত মরে যে মরমে!
সবকিছু বেড়ে চলে হতাশা বা ক্রোধ
তলানীতে নেমে গেলো মানবিক বোধ!
জীবনের হাল ধরে রাখা বড় দায়
অশনিসংকেত বুঝি চারিদিকে হায়!
তবুও তো তেলা মাথা চকচকে তেলে
কী বা যায় আসে দেশ রসাতলে গেলে!
অজানা আতংকে বুক করে দুরু-দুরু
ভোগান্তি এখানে শেষ নাকি সবে শুরু?

পূর্ববর্তী নিবন্ধওয়াসা ও বিদ্যুৎ কর্তৃপক্ষের চৈতন্য চাই
পরবর্তী নিবন্ধপ্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজাদী বেঁচে থাকবে সবার হৃদয়ে