শালিক চড়ুই কাকাতুয়া কি দেখিস
চোখ দুটি তোর মেলে টানা টানা
দেখে যা ক্ষতি নেই সবুজ লাল–এ আঁকা
ওই মানচিত্রখানা
কতকত সবুজে ভরা কত যে
লাজুক লাজুক বনায়ন ঘেরা
লাল লাল শালুক আর
কৃষ্ণচূড়ার রঙ সবচেয়ে সেরা
পাখিরাও ভালোবাসে ওই রং মেলে দেয় ডানা
সবুজ লাল–এ আঁকা ওই মানচিত্রখানা–
আমিতো সারাদিন পলপল করে
দেখি ওই রং দুটি দু’নয়ন ভরে
মিছিলে মিছিলে থাকে দৃপ্ত হাতে
প্রবল আক্রোশে ওড়ে ছেড়ে না যাতে
মুঠিবদ্ধ রাশিরাশি বিদ্রোহের দানা
সবুজ লাল–এ আঁকা ওই মানচিত্রখানা।
নিযুত নিযুত ভাষা এইখানে লেখা
স্বদেশপ্রেমিক তাকে যায় না দেখা
স্লোগান এ মুখরিত আমার ভাষা
কত যে স্বপ্ন আর নতুন আশা
পাখিরে রঙ দুটি মেখে নে, নেই কোন মানা
সবুজ লাল–এ আঁকা ওই মানচিত্রখানা।