ধলপ্রহরে দেখেছি লালিমার রেখা,
আশা নিয়ে বসে থাকা কবে হবে দেখা,
আকাশপাড়ে ওই তো রঙধনু হাসে,
সুনসান চারিধারে আলোর কণা ভাসে,
আধো ঘুম চোখে যেন বৃক্ষগুলো জাগে,
কমণীয় সুখ খোঁজে মায়াবী সোহাগে,
মনের অজান্তে জমে কুটিরের মায়া
মাঝেমাঝে চাই পেতে প্রকৃতির ছায়া,
আকাশদেশের রূপ চোখে দেয় ধরা,
আমার পৃথিবী যেন স্বর্গসুখে ভরা,
আলো আঁধারের খেলা নিসর্গের বুকে,
মন ছোটে বারবার আকাশের ডাকে,
সবুজ গহনা খুঁজি স্বপ্নের মিছিলে,
প্রকৃতির সুধা দেখি নিস্তব্ধ সকালে,
উচাটন মন নাচে এমনি প্রহরে,
উচ্ছ্বাসে আনন্দে গাই গান প্রিয় সুরে।