শীত-পাখি

জি. এম. জহির উদ্দীন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

পাখিগুলো ঐ দূরে কোথা উড়ে যায়-
নীড়ে ফিরে কোন দেশে কোন অজানায়!
আজ সারা দিন ছিল কুয়াশা বোঝাই
উহাদের আহারে-বিহারে তবু ক্ষান্ত নাই।

আমরা তো ঘরে বসে গুনি কতক্ষণ
শুয়ে শুয়ে করি কত দূর আলাপন
অলক্ষ্যে আলস্যে কাটে জীবনের মধু ক্ষণ
ঘুমে আর ভাবনায় কাটে, এ ক্ষীণ জীবন।

আমাদের মানুষের হাতে আছে সঞ্চয়
আমাদের মনে নেই অন্নের কোনও ভয়
অনায়াসে কেটে যায় মুগ্ধ সময়
দেখ,এখানে পাখিরা শ্রেষ্ঠ কি নয়?

ওদের খাদ্যের সন্ধানে যেতে হয় প্রতিদিন
ওরা শীতে-ঝরে, ঝোপে-ঝাড়ে, বাঁচে নিশিদিন
ওরা বাঁচে মেহনতে ভয়ার্ত শীতে রাত-দিন
ওদের সকাল আসে নিত্যনতুন কুদিন-সুদিন।

পূর্ববর্তী নিবন্ধপথশিশুদের সাহায্যে এগিয়ে আসুন
পরবর্তী নিবন্ধসবুজ গহনা খুঁজি