সবুজ আগুনে জ্বলছো তুমি

আশীষ সেন | শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

মোমের আলোর মতো স্নিগ্ধ অন্যমনস্কতা, দেখো
জ্বলছে আগ্রাসী আগুন,
অন্তর্মুখী পাপ-পুণ্যের শিখায় পাঠ নেয়
সবুজ মানুষ।

তুমি চলে গেলে
দ্রুতগামী ট্রেনে, কোন স্টেশনে যাত্রার বিরতি?
টলটলে সরোবরে ছিল জল, উদাসীনতায়
সম্পর্কের মানুষেরা সেইখানে ভেজায় নি হাত।

তোমার দুঃখের ঘাসে
ভেজা জোছনা অন্যমনস্কতা,
স্মৃতির পেয়ালা বুঝি ঢেলে পড়ে, সকলই ভাসায়।
পাপ ও পুণ্যের থেকে দূরে। জ্বলন্ত পাখির পাখা
ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে ছাই।

সবুজ আগুনে জ্বলছো তুমি,
আর জ্বলছে কিছু প্রিয়জন।

পূর্ববর্তী নিবন্ধআগুনে পোড়ে নাই
পরবর্তী নিবন্ধচিন্তাশীল মেধাবী প্রাবন্ধিক