রাউজানের কদলপুর ইউনিয়নের মানছিপাড়ার মো. সেলিমের দ্বিতীয় কন্যা তাহমিনা ইয়াছমিন (৪)। ফুটফুটে শিশুটির শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। বর্তমানে ঢাকায় পিজি হাসপাতালের শিশু হেমাটোলজি ওয়ার্ডের ডি ব্লকে ৩০৭ কক্ষের ৪ নম্বর বেডে চিকিৎসাধীন তাহমিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তাহমিনার শরীরের ৭০ শতাংশ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে ১০ লাখ টাকা।
অন্যদিকে শিশুটির জীবন রক্ষায় যেটুকু সম্পদ ছিল, তাও শেষ পরিবারটির। শিশু তাহমিনাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা চেয়েছেন পিতা মো. সেলিম। তাহমিনাকে বিকাশ/নগদে আর্থিক সাহায্য পাঠাতে পারেন ০১৮৩৫-৯৫৭৬৬৮ (ব্যক্তিগত) নম্বরে। এছাড়াও সাহায্য পাঠানো যাবে এনসিসি ব্যাংকের পাহাড়তলী চৌমুহনী শাখায়, অ্যাকাউন্ট নম্বর ০১০১০৩১০০১২৬০৫। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করা যাবে মো. সেলিমের ০১৮১৯-০৭৬৩৮৭ নম্বরে।












