গ্রাম-গঞ্জের সব কাঁচা রাস্তা ধীরে ধীরে পাকা করা হবে

সড়ক উদ্বোধনে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন গ্রাম বাংলার উন্নয়ন হবে। সারাদেশের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচিতে গ্রামীণ রাস্তাগুলো আরসিসি ঢালাই দ্বারা টেকসই উন্নয়ন কাজ করা হচ্ছে। সড়কগুলো ১৫/২০ বছরেও নষ্ট হবে না। কিন্তু বিগত বিএনপি সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) সাধারণ জনগণে চোখে দেখত না। সব টাকা তারা লুটপাট করে খেত। এলাকার কোনো উন্নয়ন হত না। তিনি ক্রমান্বয়ে গ্রামঞ্চলের কাঁচা রাস্তাগুলো আরসিসি ঢালাই দিয়ে পাকাকরণ করা হবে বলে জানান।
তিনি গতকাল শুক্রবার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা চন্দ্র কুমার সাকুলার সড়কের (আরসিসি) ঢালাই দ্বারা ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়ককের উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আবুল কাশেম, আশিয়া ইউপি চেয়ারম্যান এমএ হাশেম, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সুরজিত বর্ধন, পিংগলা মফিজুর রহমান বালিকা স্কুল কমিটি’র সভাপতি জসিমূল আনোয়ার খান, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, যুবলীগ নেতা এস্কেন্দার, শীতল তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যানের অনুদান
পরবর্তী নিবন্ধসবার সহযোগিতা পেলে বাঁচবে শিশুটি