সবকিছুর আড়ালে গুড়ো দুধের দাম বৃদ্ধি

| বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

তেল ও চাল, আটা-ময়দা নিয়ে যখন চারিদিকে হৈ চৈ এ সুযোগে গুঁড়ো দুধের দাম এ দুয়েক মাসে অস্বাভাবিকহারে বাড়িয়েছে কোম্পানীগুলো। প্রায় কেজি প্রতি ২০০ টাকা বৃদ্ধি করেছে যা এ যাবতকালের রেকর্ড। বাজেট ছাড়া কিভাবে এসব নিত্যপণ্যের দাম বাড়ায় তা সাধারণ জনগণ বুঝছেন না। এককাপ চা বর্তমানে ১৫ টাকা। কিভাবে একজন সাধারণ শ্রমিক চা-নাস্তা খাবে তা নিয়ে কেউই মাথা ঘামাচ্ছেন না।

সাধারণ মানুষ কি তেল কিনবে, না চাল কিনবে, না চায়ের দুধ কিনবে? এর কোনো জবাব কোনো র্কর্তৃপক্ষের কাছে আছে কিনা জানি না। যেখানে নুন-আনতে পান্তা পুরায় সেখানে দ্রব্যে-মূল্যের উর্ধ্বগতি কিভাবে সামাল দিবে আমাদের মত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ। সরকারের কাছে আকুল আবেদন নিত্যপণ্যের দাম কমিয়ে সাধারণ জনগণকে বাঁচার সুযোগ করে দেয়ার জন্য।

মোহাইমিনুল ইসলাম আহাদ
জামালখান লেন,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধচার্লস ডিকেন্স : ভিক্টোরীয় যুগের জনপ্রিয় কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধঅনেক ভালোবাসি তোমাকে মা