সন্দ্বীপের স্পিডবোট ভাড়া প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

২৫০ টাকার স্পিডবোট ভাড়া এখন ৩০০ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে যা কার্যকর করা হলো। একজন পর্যটক হিসেবে আমার কাছে এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক মনে হচ্ছে। সন্দ্বীপের মানুষ গুলোকে অনেকটা জিম্মি করে রাখা হয়েছে। হ্যা আমার মতে এটি জিম্মি। এই ভাড়া বাড়ার ফলে সন্দ্বীপের সকল জিনিষ পত্রের দামে প্রভাব পড়বে। দৈনন্দিন জিনিসপত্র থেকে শুর করে সিএনজি ভাড়ায়ও এর প্রভাব পড়বে বলে আমার মনে হয়। দ্বীপ অঞ্চল হওয়াতে বাইরে থেকে সন্দ্বীপে অনেক কিছুই নিয়ে যাতে হয়। সেগুলো ট্রান্সপোর্টে খরচ বেড়ে যাবে। কিছু অর্থলোভী ব্যবসায়ীদের জন্য লাখ লাখ মানুষ দীর্ঘদিন জিম্মি হয়ে আছে।
এতো এতো অর্থ নিয়ে যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সব চেয়ে বাজে অবস্থা করে রাখা হয়েছে। সন্দ্বীপে অনেক বড় বড় মানুষের জন্মস্থান হলে ও তারা কেন এগিয়ে আসছে না, এই বিষয় নিয়ে ভেবে অনেক বেশি অবাক লাগে। সন্দ্বীপের ৫ লক্ষ মানুষের অভিভাবক সম্মানিত এম,পি মহোদয় মাহফুজুর রহমান মিতার সুদৃষ্টি কামনা করছি।

মো: আবু নাইম
সবুজবাগ, হালিশহর
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভবানীপ্রসাদ ভট্টাচার্য: অগ্নিযুগের বিপ্লবী
পরবর্তী নিবন্ধসৃষ্টিকর্তার নিকট মনের দোয়াই প্রাধান্য পায়