সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হতো : দিলীপ কুমার

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

৯৮ বছরের সুদীর্ঘ জীবন। কিংবদন্তী অভিনেতার ৫৫ বছরের দাম্পত্য স্ত্রী সায়রা বানুর সঙ্গে। তারপরও দিলীপ কুমার-সায়রা বানুর কোনও সন্তান ছিল না। কেন সন্তান নেই? এর জন্য কিংবদন্তি অভিনেতার মনে আফসোস ছিল?
বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে দিলীপ কুমার জানিয়েছিলেন, আমাদের সন্তান থাকলে দাম্পত্য আরও রঙিন হতো। তবে যোগ্য উত্তরাধিকারী নেই বলে আমাদের কোনও খেদ নেই। তিনি সেই সময় বলেছিলেন, তিনি এবং সায়রা এই অভাব মেনে নিয়েছেন। তারা মনে করেন, আল্লাহর ইচ্ছাতেই তাদের জীবনে এই শূন্যতা। অভিনেতার দাবি, সেই শূন্যতা পূরণ করে দিয়েছেন তাদের পরিবারের বাকি সদস্যরা। তারকা দম্পতির কাছে সন্তানের আদর-যত্ন পেয়েছেন সায়রার ভাই সুলতান। পরবর্তীকালে সুলতানের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিই দিলীপ-সায়রার জীবনের অবলম্বন হয়ে উঠেছিলেন। কিন্তু তাদের অভিনয় ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ থাকবেন না। এ কথার উত্তরে দিলীপ কুমারের দাবি ছিল, ইতোমধ্যে বলিউডে প্রচুর অভিনেতা-অভিনেত্রী নিজেদের প্রতিভায় জায়গা করে নিয়েছেন। তাদেরই আমি আমার যোগ্য উত্তরসূরি বলে মনে করি। তাদের নিষ্ঠা, সাধনা, একাগ্রতা আমায় মুগ্ধ করেছে। এরা আমাদের চোখে নিজেদের সন্তানের চেয়ে কোনও অংশে কম নন।

পূর্ববর্তী নিবন্ধসায়রা বানুকে শাহরুখের সান্ত্বনা
পরবর্তী নিবন্ধঅটোগ্রাফ পেতে সময় লেগেছিল ৪৬ বছর : অমিতাভ