অটোগ্রাফ পেতে সময় লেগেছিল ৪৬ বছর : অমিতাভ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডে, তার মৃত্যুকে অমিতাভ বচ্চন বর্ণনা করেছেন ‘একটি যুগের অবসান’ হিসেবে। কিংবদন্তি অমিতাভ বচ্চন এক টুইটে লিখেছেন, একজন প্রতিষ্ঠান চলে গেলেন। ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস লিখতে গেলে ‘দিলীপ কুমারের আগে’ ও ‘দিলীপ কুমারের পরে’ আলাদা অধ্যায় লিখতে হবে। তার আত্মার শান্তি কামনা করছি। আমি গভীরভাবে শোকাহত।
অমিতাভ বচ্চন একটি স্মৃতিচারণায় জানান, দিলীপ কুমারের অটোগ্রাফ পেতে তাঁর ৪৬ বছর লেগেছে। প্রথম বার মা-বাবার সঙ্গে গিয়েছিলেন দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলে, যেখানে দিলীপ কুমার সবান্ধবে উপস্থিত। নায়ককে ঘিরে ভিড়ের কারণে তিনি সফল হননি সেদিন। কিছুকাল পরে আরেকটি সুযোগ আসে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা পার্টি দিয়েছিলেন। দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কাপুর হাজির। কিন্তু সেই পার্টিতেও অমিতাভ প্রিয় তারকার অটোগ্রাফ নিতে পারেননি। এমনকি ১৯৮২ সালে ‘শক্তি’ ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কাজ করলেও অমিতাভ তার অটোগ্রাফ সংগ্রহে ব্যর্থ হন। অবশেষে তার স্বপ্ন সত্যি হয় ২০০৫ সালে। রানি মুখার্জির সঙ্গে ‘ব্ল্যাক’ সিনেমায় ছিলেন অমিতাভ। রানির আমন্ত্রণে স্ত্রী সায়রা বানুকে নিয়ে ছবি দেখতে এসেছিলেন দিলীপ কুমার। ছবি দেখে আপ্লুত দিলীপ কুমার অমিতাভকে একটা দীর্ঘ চিঠি লেখেন। তাতে অনেক প্রশংসাবাক্য থাকলেও চিঠির শেষে দিলীপ কুমারের সই দেখেই খুশিতে আত্মহারা হয়ে যান অমিতাভ বচ্চন।

পূর্ববর্তী নিবন্ধঅ্যা স্টাইল আইকন
পরবর্তী নিবন্ধপেশওয়ারের ইউসুফ খান যেভাবে মুম্বাইয়ের নায়ক