অ্যা স্টাইল আইকন

| বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

কপালে ভি-শেপে এক গুচ্ছ চুল আছড়ে পড়া জাতীয় ক্রেজে পরিণত হলো। দিলীপ কুমারের জীবনী লেখক মেঘনাথ দেশাই লিখেছেন, আমরা তার চুলের স্টাইল, পোশাক, সংলাপ এবং আচরণগুলো অনুকরণ করতাম। পর্দায় তার চরিত্রটা আমরা আত্মস্থ করার চেষ্টা করতাম।
তিনি সাদা রং পছন্দ করতেন। প্রায়ই সাদা জামা ও কিছুটা ঢোলা সাদা প্যান্ট পরতেন। উর্দু কবিতা ও সাহিত্যে ব্যাপক আগ্রহ ছিল। খুবই শিক্ষিত মানুষ ছিলেন। একই সাথে হিন্দি, উর্দু, ইংরেজি, পাঞ্জাবি ও পশতু ভাষা জানতেন। এমনকি মারাঠি, ভোজপুরি ও পার্সিয়ানও বুঝতেন ও কথা বলতে পারতেন।

পূর্ববর্তী নিবন্ধসায়রা বানুকে শাহরুখের সান্ত্বনা
পরবর্তী নিবন্ধঅটোগ্রাফ পেতে সময় লেগেছিল ৪৬ বছর : অমিতাভ