সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত গতকাল শুক্রবার হল সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বের শুরুতে ছিল তবলা লহড়া, পরিবেশন করেন শিশু শিল্পী আদৃত চৌধুরী তিনি ত্রিতালে নিবদ্ধ লহড়া বাজিয়ে শোনান। তাঁর সাথে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন শিল্পী আনন্দী সেন। এরপর ছিল ইমন রাগের খেয়াল, পরিবেশন করেন উচ্চাঙ্গসংগীত শিল্পী অর্পিতা দেবী দোলা। তাঁকে তবলায় সংগত করেন শিল্পী রাজিব চক্রবর্ত্তী আর তানপুরায় ছিলেন শিল্পী শ্যামল বড়ুয়া তন্ময়। হারমোনিয়ামে ছিলেন শিল্পী প্রমিত বড়ুয়া। শেষ পর্বে মালকোষ রাগে ধ্রুপদ পরিবেশন করেন চবি সংগীত বিভাগের শিক্ষক শিল্পী এ কে এম কৌশিক আহমেদ।
তাঁকে পাখোয়াজ বাজিয়ে সহযোগিতা করেন ফেরদৌস হাসান এবং তানপুরায় ছিলেন মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী রাজিব দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কে এই লামিমা?
পরবর্তী নিবন্ধমাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি