সদারঙ্গের রজতজয়ন্তী উৎসব শুরু ৩ ফেব্রুয়ারি

| শনিবার , ২৯ জানুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আটপর্বে বিভক্ত পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের আয়োজন করা হয়েছে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় এবং ৪ ফেব্রুয়ারি সকাল ৯ টায় প্রভাতী অধিবেশন, ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় বৈকালিক অধিবেশনে থাকছে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। এছাড়া সেমিনার, বিষয়ভিত্তিক আলোচনা, শিশুকিশোর পর্ব, সদারঙ্গের বর্তমান ও প্রাক্তন সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ পর্ব। তিনদিনের এই আয়োজনের প্রথমদিন সন্ধ্যা ৬ টায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, অতিথি থাকবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী এবং সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানে দেশের শিল্পীবৃন্দ কন্ঠ, বাঁশি, বেহালা, তবলা লহড়া ও মোহনবীণা পরিবেশন করবেন। এতে সরকারি বিধিনিষেধ মেনে শ্রোতাদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘পুষ্পা’র জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক বাড়লো আল্লু অর্জুনের
পরবর্তী নিবন্ধআর কখনো সিনেমা করব না: ময়ূরী