সত্যের ওপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা

বিভিন্নস্থানে শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা : হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা, হাজেরা হেফজখানা, জায়তুন নুর এতিমখানা ও জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় হিজরি নববর্ষ উদযাপন, আহলে বায়তে রাসুল (.) তথা মহান আশুরা স্বরণে ৫ দিন ব্যাপী ৩৩ তম ঐতিহাসিক শানে আশুরা মাহফিল গত শনিবার রাতে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার থেকে পাঁচদিন ব্যাপী এ মাহফিল শুরু হয়েছিল বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদ প্রাঙ্গণে। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও ইসলামী গবেষক আল্লামা এস এম ফরিদ উদ্দিন যুক্তিবাদী (মা.জি..)। এতে স্বাগত বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম।

সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউনুস গণি চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া আলিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নেজামি। পাঁচদিনের মাহফিলে তাকরির করেন একই মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক আল্লামা মোরশেদুল কাদেরি, রাউজানের কদলপুর হামিদিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা মনজুরুল ইসলাম, ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা ফকরুদ্দিন আলকাদেরি, চট্টগ্রাম নেছারিয়া আলিয়া কামিল মাদরাসার আরবি মুদাররিস আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারী। হাফেজ জিল্লুর রহমান কুতুবির সঞ্চালনায় মিলাদ কিয়াম পরিচালনা করেন শিক্ষক সৈয়দুল করিম তাহেরি।

এতে অতিথি ছিলেন হোসাইন মুনিরি, মুহাম্মদ রফিক কোম্পানী, মুহাম্মদ নাচির উদ্দিন, হাজী মুহাম্মদ আলী, হাজী মুহাম্মদ রেজাউল করিম, হাজী মুহাম্মদ ইলিয়াস, হাজী আহমদ কবির সও:, হাজী সামশুল আলম, মুহাম্মদ ইউসুফ আলী, মাস্টার নাছির উদ্দীন, হাফেজ মুহাম্মদ ইসমাইল, ক্বারী মুহাম্মদ ফরিদুল হক, মাওলানা আবদুল করিম তাহরি, মাওলানা এরশাদ বোখারি প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, সত্যের উপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা।

হযরত উসমান গনি জুন্নুরাইন (রাঃ) জামে মসজিদ : দক্ষিণ পতেঙ্গা হযরত উসমান গনি জুন্নুরাইন (রাঃ) জামে মসজিদে আহলে বায়াতের মর্যাদা ও ৬১ হিজরী সনের কারবালার প্রান্তরে শাহাদাতপ্রাপ্তদের স্মরণে মিলাদ মাহফিল গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি ও ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা আশেকুর রহমান। প্রধান বক্তা ছিলেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুনিরুল হাছান। বক্তব্য রাখেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইমুন এলাহী, হাফেজ মুস্তাকিম। উপস্থিত ছিলেন মোতয়াল্লি ক্যপ্টেন (অবঃ) নুর বক্স, গাউসিয়া কমিটি কোনার দোকান ইউনিটের সভাপতি মুহাম্মদ উসমান, সাধারণ সম্পাদক আবুল কালাম সওদাগর, হাজী আকরাম, সাইফুল ইসলাম চৌধুরী, আরাফাতুল ইসলাম রাসেল, ইমন, রাসেল প্রমুখ।

গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শরীফ শাখার সভাপতি মোহাম্মদ মুজাহারুল ইসলাম বলেছেন, নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ ও ফরজ বিধান। প্রিয় নবীর () স্মরণ ও আহলে বায়াতে রাসুলের () স্মরণের মাধ্যমে যে নামাজ কায়েম করা হয় তাই প্রকৃত নামাজ। গাউসিয়া কমিটির মদিনা মনোয়ারা শাখার আয়োজনে সম্প্রতি খানেকাহ্‌ শরীফে মাসিক গেয়ারভী শরীফ এবং শোহাদায়ে কারবালা মাহফিলে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোঃ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মক্কা শরীফ গাউসিয়া কমিটির সভাপতি মোঃ মুজাহারুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন অক্সফোর্ড হজ্ব কাফেলার মোয়াল্লেম মাওলানা এমরান হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সফর ভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, মক্কা শরীফ গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রিপন, মাওলানা মোঃ আজিজ। আরো উপস্থিত ছিলেন অত্র কমিটির উপদেষ্টা আঞ্জুমান খোঃ মু. মদিনা মনোয়ার শাখার সভাপতি মাওলানা অলিউল্লাহ জিহাদি, কমিটির সহসভাপতি কাউসার খান, গাজী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোর্শেদ খান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মহিউদ্দিন রেজভী, আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সেলিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ.এস.এম শাওয়াল, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইমন, মো: বাবলু, আব্দুল করিম, মোহাম্মদ ওবাইদুল হক, মোহাম্মদ আসিফ প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এমরান হোসেন মাসুম।

গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া শাখা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ড শাখার আয়োজনে কারবালা স্মরণে এবং হযরত সৈয়দ আবদুর রহমান চৌহরভী (রহ:), হযরত আহমদ শাহ সিরিকোটি (রহ🙂 ও হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ🙂 এর সালানা ওরশ উদযাপন উপলক্ষে হোসাইনী কনফারেন্স দক্ষিণ নোয়াগাও বায়তুন নুর জামে মসজিদ মাঠে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল সবুরের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম।

প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।

ধর্মীয় আলোচনা করেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী, মাওলানা মিনহাজুল ইসলাম আল কাদেরী, শায়ের মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আল কাদেরী প্রমুখ। শেষে মিলাদ, ক্বিয়াম, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটির প্রতিনিধি সম্মেলনের কেন্দ্র পরিদর্শনে নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি