গাউসিয়া কমিটির প্রতিনিধি সম্মেলনের কেন্দ্র পরিদর্শনে নেতৃবৃন্দ

| শনিবার , ৫ আগস্ট, ২০২৩ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল শুক্রবার সকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। সাথে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান, অর্থ সম্পাদক কমর উদ্দিন সবুর, মোহাম্মদ হোসেন, গাউসিয়া কমিটি ঢাকা শাখার সভাপতি আবদুল মালেক বুলবুল, সেক্রেটারি মুহাম্মদ কাসেম, নারায়নগঞ্জের মুহাম্মদ মোবারেক হোসেন। পরিদর্শন শেষে চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ বলেন, আগামী ১৯ আগস্ট হবে গাউছিয়া কমিটির তৃণমূল নেতৃত্বের মিলনমেলা। এ সম্মেলনে ২০২৫ সালে অনুষ্টিতব্য ৫১ দেশের গাউছিয়া কমিটির প্রতিনিধি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের দিক নির্দেশনা এবং দেশের ৬৪টি জেলায় সাংগঠনিক কর্মপরিকল্পনা গৃহিত হবে। প্রতিনিধি সম্মেলনে দিন অনুষ্ঠানের পাশাপাশি থাকবে গাউসিয়া কমিটির মানবিক সেবার তথ্য ছিত্র পরিদর্শনের সুযোগ। পরে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসায় স্থানীয় নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানপুর শশী কুমার সেন স্কুলে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধসত্যের ওপর অটল ও অবিচল থাকাই কারবালার শিক্ষা