সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ সন্ধ্যা

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী/নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী।
এ স্লোগানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কঙবাজার জেলা সংসদের ঋতুভিত্তিক আয়োজন ‘শরৎ সন্ধ্যা-১৪২৯’ গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানের বটতলায় অনুষ্ঠিত হয়েছে। গান, আবৃত্তি, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে শরতরাণীকে বরণের এই আয়োজনে কঙবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে কথামালায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কঙবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মুখ্য আহ্বায়ক কবি মানিক বৈরাগী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কঙবাজারের সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মনির মোবারক, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, কঙবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সারওয়ার রানা, সাধারণ সম্পাদক রিয়াজুল কবির বিভন এবং জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋতুভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই বর্ষা বন্দনা, শরৎ সন্ধ্যা কিংবা বসন্ত বরণ অনুষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের কাছে এই অনুষ্ঠানগুলোর বার্তা পৌঁছে দেয়া খুবই জরুরি। খবর বাসসের।
সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিক্ষার্থী অর্পিতা, বাঁধন, দৃশ্য, মনিরা, অপরাজিতা, অদিতি, ঋদিতা, জয়শ্রী, স্নিগ্ধ, অসীম, অনন্ত, রাসেল, অঙ্কিতা, ঋতু, আয়ুশি, উপমা, সুপর্ণা সহ আরো অনেকে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধউজ্জ্বল আলোকবর্তিকা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক