সজীবকে ঘিরেই ছিলো পরিবারের সব স্বপ্ন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

বাবা আমানবাজারের একটি মুদি দোকানে চাকরি করেন। দরিদ্র পিতার অনেক স্বপ্ন ছিল ছেলে উচ্চ শিক্ষিত হয়ে দারিদ্রতাকে মুক্তি দিবে। কিন্তু সেটি আর হলো না। মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিভে গেলো জিয়াউল হক সজীবের প্রাণপ্রদীপ। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা আবদুল হামিদ ও মা শাহনাজ আকতার।
গতকাল সন্ধ্যায় আমানবাজার যুগীরহাটে নিহত সজীবের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে মানুষের জটলা। প্রতিবেশীরা এসে পরিবারের স্বজনদের সান্তনা দিচ্ছেন। জানতে চাইলে নিহত সজীবের মামাতো ভাই আবুল কালাম বলেন, সজীব নগরীর এমইএস কলেজে গণিত বিষয়ে বিএসসি অনার্সে পড়তো। তারা দুই ভাই, এক বোন। ভাই বোনের মধ্যে তাকে নিয়েই পরিবারের সব স্বপ্ন। কিন্তু একটি দুর্ঘটনায় যেন সব কিছু শেষ হয়ে গেলো। সজীবের স্বপ্ন ছিল একদিন সে সরকারি চাকরি করবে।
সজীবের বাল্যবন্ধু ইমতিয়াজ উদ্দিন বলেন, সজীবের মৃত্যুর খবর শোনার পর থেকে কিছুই ভালো লাগছে না। পরিবারের আর্থিক কষ্ট দূর করতে আর এন্ড জে নামের কোচিং সেন্টারে যুক্ত হয় সে এবং এছাড়া টিউশনি করতো।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না মারুফের
পরবর্তী নিবন্ধবন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়ানো হলো না সাজ্জাদের