‘সংস্কৃতি চর্চা অবারিত হোক’ শীর্ষক অনুষ্ঠান ১৬ মে

লোককলা চর্চা কেন্দ্রের উদ্যোগ

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

লোককলা চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘সংস্কৃতিক চর্চা অবারিত হোক’ শীর্ষক অনুষ্ঠানমালা আগামী ১৬ মে আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির উদ্বোধন করবেন লোককবি আব্দুল লতিফ। প্রধান অতিথি থাকবেন সাবেক জাপানের অনারারী কনস্যুলার মুহম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক দেবকন্যা সেন। অতিথি থাকবেন মহিউদ্দিন আহমেদ রাশেদ, . মঞ্জুর উল আমিন, রওশন আরা চৌধুরী, রাখাল চন্দ্র বনিক, আলহাজ্ব মো. গোলাম নবী, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ড. শেখ রাজ্জাক রাজু, রাখাল চন্দ্র ঘোষ, শেখ শওকত ইকবাল, তাজুল ইসলাম রাজু, অধ্যাপক তাজুল ইসলাম। সভাপতিত্ব করবেন গবেষক ভাস্কর ডিকে দাশ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সিএনজি চালকের বসতঘর ভাংচুরের অভিযোগ
পরবর্তী নিবন্ধদম্পতিসহ ৩ মাদক কারবারি থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার