দম্পতিসহ ৩ মাদক কারবারি থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার

চকরিয়ায় মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে যানবাহনে তল্লাশী চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তন্মধ্যে স্বামীস্ত্রীও রয়েছেন। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১১০০০ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল শনিবার দুপুর একটার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সেগুন বাগান তথা ভাঙা বিল্ডিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে পূরবী পরিবহনের যাত্রীবাহী বাসে ইয়াবা উদ্ধারে তল্লাশী অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। সাথে ছিলেন থানার এসআই জামাল উদ্দিন চৌধুরী ও মনিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ। গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারি হলেনপিরোপুর জেলার মাটিরাঙা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা শেখের ছেলে মোহাম্মদ মিরাজ (৪০) ও তাঁর স্ত্রী মিনারা বেগম (৩০), একই জেলার নাজিরপুর পৌরসভার শ্রীরাম কাটি গ্রামের শিকদার বাড়ির মৃত মতিয়ার রহমানের কন্যা রুনা বেগম (৩৯)

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে ১১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধ‘সংস্কৃতি চর্চা অবারিত হোক’ শীর্ষক অনুষ্ঠান ১৬ মে
পরবর্তী নিবন্ধফ্রি চিকিৎসা-ওষুধ পেলেন ২ শতাধিক রোগী