সংসার ধর্ম : দৈনন্দিন সদকা

নুসরাত জাহান শাম্মী | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

প্রতিদিনের অজানা সদকা সম্পর্কে আসুন জানি। আপনি এটা জেনে খুশি হবেন যে, কত সদকা আপনি অজান্তে করেছেন কিন্তু আপনার নামে নেকি লেখা হচ্ছে, আপনার কৃতকুগুনাহ মাফ হচ্ছে। কারণ সেই ব্যক্তিই সবচেয়ে অহংকারী যে বলে আমি ত গুনাহর কাজ করিনা, কারণ আমরা প্রতিদিন গুনাহ করি, গুনাহ থেকে মাফও আমরা রাব্বুল আলামিন থেকেই পাই। শুধু কাউকে টাকা পয়সা গোপনে বা প্রকাশ্যে দান করাই একমাত্র সদকা নয়। আসুন জেনে নেই কি কি সদকা আমরা আমাদের অজান্তে করে থাকি; ১) আমরা যখন কারও জন্য দোয়া করি। ২) যখন কেউ জ্ঞান দান করে। ৩) যখন কাউকে ভালো কিছুর জন্য আমরা উপদেশ দেই। ৪) যখন বন্ধু, কলিগ, বা আত্মীয়স্বজন এর সাথে বসে সুখ বা দুঃখ শেয়ার করি ও সমাধানের পথ আলোচনা করি। ৫) যখন সন্তানদের আমরা একসাথে হেদায়াত প্রাপ্তির গল্প শোনাই, সন্তানদের ভালো কাজের পরামর্শ দেই। ৬)সময় কে যখন সঠিকভাবে কাজে লাগাই। ৭) কারও সাথে হাসিমুখে যখন কথা বলি। ৮)যখন কঠিন বিপদ ও অপমানজনক পরিস্থিতিতে ধৈর্য ধারণ করি। ৯) যখন কাউকে সম্মান দিয়ে কথা বলি। ১০) যখন কোন আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবের সাথে বসলে অন্য লোকের ক্ষতি হয় এমন কাজ থেকে সবাইকে বিরত করতে চাইলে বা নিজে শয়তানকে প্রশ্রয় না দিলে। ১১) কোন মুমূর্ষু রোগীকে দেখতে যাওয়া। ১২) রাস্তা থেকে পাথর বা কাঁটা সরানো। ১৩) নরম সুরে কথা বলা। ১৪) অন্যের সুখে সুখি হওয়া। ১৫) কারও ব্যক্তিগত ও সাংসারিক সমস্যা জানার পর সাধ্য থাকলে সেটা সমাধানে এগিয়ে আসা। ১৬) কাউকে সাহায্যে করা ও খাদ্য উপহার দেয়া। ১৭) পরিবারের সদস্যকে খুশি রাখা। এগুলো হয়তো আপনি প্রতিদিন করেন আবার এমন অনেকে আছে এই ১৭ টা কাজের ১ টি বা ২ টি করেন।
অনেকে আছেন ৫ থেকে ৭ টি করেন। কিন্তু ভাবুন তো অনেকে এমন আছেন প্রতি মাসে ১৭ টি কাজের প্রায় সব করেন, আর ভাবুন বছরে তারা কয়টি করেন? তাদের সদকার সওয়াব বেশি না বছরে একবার যাকাত, ফিতরা দিয়ে চুপ মেরে উদাস দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন যারা তাদের সওয়াব বেশি? রমজানই কেনো আপনার দান সদকার মাস হবে? বাকি ১১ মাসের জমা পুঁজি কখন করবেন। প্রতিদিন যেনো সদকা দ্বারাই আমাদের জীবনের সকল চাওয়া পূরণ হয়। জাজাকাল্লাহ খাইরান।

পূর্ববর্তী নিবন্ধসত্যজিৎ রায় : বিশ্বনন্দিত কৃতী পুরুষ
পরবর্তী নিবন্ধপরোপকারিতা এবং ভালো কাজের চর্চা