সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার শাস্তি দাবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত স্থানীয় যুবলীগ নেতা আনসারুল ইসলাম টিপুকে গ্রেপ্তার করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন কক্সবাজারের রাজাখালী ইউনিয়নের মেম্বারসহ ভুক্তভোগীরা। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা উক্ত অভিযোগ তুলে ধরেন। এতে লিখিত বক্তব্যে হুমায়ন কবির জানান, রাজাখালী ইউনিয়নের স্থানীয় আনসারুল ইসলাম টিপুর বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পেকুয়া থানায় কয়েকটি মামলা রয়েছে। এতে অভিযোগ করে বলা হয়, এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা টিপু পরবর্তীতে যুবলীগের রাজনীতিতে এসে ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ দখল করে নেন। ১২/১৩ বছর আগে সম্পদ শূন্য থাকা টিপু অবৈধ ব্যবসা করে বর্তমানে কোটিপতি বনে গেছেন। তার বিষয়ে থানা পুলিশসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ভুক্তভোগী পরিবার থেকে আবুল হোসেন, মনিরুজ্জামান ও রাজাখালী ইউনিয়নের মেম্বার মঞ্জুর আলমসহ কয়েকজন নারী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপূজা আজ
পরবর্তী নিবন্ধইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু