সংক্রমণ বাড়ুক বা কমুক স্বাস্থ্যবিধিতে গাফিলতি নয়

ডা. বিদ্যুৎ বড়ুয়া

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, টিকাদান শুরুর পর করোনা নিয়ে মানুষের উদাসীনতা বেড়েছে। এক ধরনের অবহেলা কাজ করছে। আর সংক্রমণ কমে আসায় গাফিলতি আরো বেড়েছে। বিশেষ করে টিকা গ্রহীতাদের মাঝে এক ধরনের বেপরোয়া ভাব দৃশ্যমান। তারা মনে করছেন, টিকা গ্রহণের কারণে তারা শতভাগ নিরাপদ। যার কারণে মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধিও কেউ মানছে না।
তিনি বলেন, টিকা নিলেও মুখে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। এটাতে কোনো রকম গাফিলতি করা যাবে না। কারণ, দুই ডোজ টিকা নেয়ার পরও শরীরে অ্যান্টিবডি (প্রতিরোধ ক্ষমতা) তৈরিতে আরো সময় লাগে। তাই সংক্রমণ বাড়ুক কিংবা কমুক, সেটা চিন্তা না করে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখতে এর বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধশীতে সংক্রমণের শঙ্কা কেমন : কী করবেন
পরবর্তী নিবন্ধসংক্রমণ বাড়লেও মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে