শীতে সংক্রমণের শঙ্কা কেমন : কী করবেন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

কয়েক মাস ধরে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে। চট্টগ্রামেও বেশ কিছুদিন ধরে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে। কখনো কখনো ১ শতাংশেরও কম। সংক্রমণের নিম্নহারে সবকিছুই এখন স্বাভাবিক। মানুষের চলাফেরা থেকে শুরু করে রাজনৈতিক সভা-সমাবেশ, বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সবই চলছে জাঁকজমকভাবে। এসব অনুষ্ঠান ঘিরে মানুষের ভিড়ও হচ্ছে। কিন্তু আগের মতো সচেতনতা আর নেই। স্বাস্থ্যবিধি বা শারীরিক দূরত্ব মেনে চলা তো অনেকটা কিতাবের বিষয়। অধিকাংশের মুখে মাস্কও দেখা যায় না। কিন্তু এখন সহনীয় থাকলেও ক’দিন পর করোনা সংক্রমণ ফের বেড়ে যেতে পারে বলে শঙ্কা চিকিৎসক ও সংশ্লিষ্টদের। সংক্রমণের শঙ্কা ঘিরে প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আজাদীর কাছে নিজেদের অভিমত তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধমামলা করার হুঁশিয়ারি ক্যাবের
পরবর্তী নিবন্ধসংক্রমণ বাড়ুক বা কমুক স্বাস্থ্যবিধিতে গাফিলতি নয়