মামলা করার হুঁশিয়ারি ক্যাবের

ডিজেল-কেরোসিনের দাম

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে গণশুনানি না করলে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের সভাপতি গোলাম রহমান গতকাল সোমবার ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বাতিল এবং মূল্য বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে দাখিলের দাবি’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইনের ৩৪’র ৪ ধারা অনুযায়ী কোনো জ্বালানির মূল্যবৃদ্ধি করতে হলে তা প্রস্তাব আকারে উপস্থাপন করে গণশুনানি করতে হবে।
ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন সংবাদ সম্মেলনে জানতে চান, সরকার আইন না মানলে কী করবেন? এর জবাবে ক্যাব সভাপতি আইন অনুযায়ী মামলা করার হুমকি দেন।
বিইআরসি আইন ২০০৩’র ৪২ ধারা অনুযায়ী আইন লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে ক্যাব সভাপতি বলেন, আমরা জনস্বার্থে কাজ করি। যখন কেউ কোনো কথা না শোনে তখন আমাদের উপায় হচ্ছে আইনের আশ্রয় নেওয়া।
গোলাম রহমান বলেন, সরকার হঠাৎ প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে প্রয়োজনে বিইআরসিতে মূল্য বৃদ্ধির প্রস্তাব না করলে আমরা আইনের আশ্রয় নেব।
ক্যাব সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কম ছিল তখন দেশের বাজারে বেশি দামে তেল বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৪৩ হাজার ৭৪৩ কোটি টাকার বেশি মুনাফা করেছে।
সরকার এখন বলছে, বিপিসিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর ১০ হাজার কোটি টাকার লোকসান রয়েছে। এর বাইরে গত এক মাসে আরও ১ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। এই ১১ হাজার কোটি টাকা বাদ দিয়ে বাকি ৩২ হাজার কোটি টাকা দিয়ে একটি তহবিল গঠন করে জনজীবন স্থিতিশীল রাখার পরামর্শ দেন ভোক্তার অধিকার সংগঠনের সভাপতি।
তিনি বলেন, মুনাফা করা সরকারের কাজ নয়, জনসাধারণের স্বার্থ দেখাই সরকারের কাজ।
গত রোববার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিএনজিচালিত বাসের ভাড়া না বড়ানোর যে ঘোষণা দিয়েছে, তা কীভাবে বাস্তবায়ন হবে তাও জানতে চান ক্যাব সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধচোর ধরে ফেঁসে গেলেন চসিক প্রকৌশলী
পরবর্তী নিবন্ধশীতে সংক্রমণের শঙ্কা কেমন : কী করবেন