ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি। গতকাল শনিবার নির্বাচন কমিশনের সভা শেষে এ ধাপের নির্বাচনের তারিখ জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ ধাপের নির্বাচনের তফসিল অনুমোদন দেওয়া হয়। খবর বিডিনিউজের।
তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৬ জানুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। এবার এ ধাপের সব ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিকে ইউপি ভোট নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা ছাড়া অন্যখানে তেমন আলোচনা না থাকলেও সবশেষ দুই ধাপের ভোটে সহিংসতা বাড়লে প্রাণহানির অনেক ঘটনা ঘটে। এরপর সরগরম হয়ে ওঠে নিবার্চনী আলোচনা।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে দুই হাজার ২০০ এর বেশি পরিষদের ভোট হয়েছে। আরও দেড় হাজার ইউপির ভোটের তফসিল হয়েছে। ষষ্ঠ ধাপের ২১৯টি নিয়ে এখন প্রায় চার হাজার ইউপির তফসিল হল। নূরুল হুদার কমিশন মধ্য ফেব্রুয়ারিতে নিজেদের মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট ধাপে ধাপে শেষ করার পরিকল্পনা করেছে। বর্তমান ইসির মেয়াদ শেষের আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচন এটি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তর জেলা ছাত্রসেনার সমাবেশ
পরবর্তী নিবন্ধসোনার বাংলা গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে