ষষ্ঠবারের মতো সভাপতি হলেন খলিলুর রহমান

আজাদী প্রতিবেদন

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৩ পরিচালক | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) আগামী ২০২৩২০২৫ সালের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আগ্রাবাদস্থ সিএমসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে অফিস বিয়ারার নির্বাচনের মাধ্যমে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যক্ষ হাসিনা খানম এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সরওয়ার জাহান ও সদস্য অধ্যক্ষ মিসবাহুর রহমান এই সময় উপস্থিত ছিলেন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান, শওকত আলী চৌধুরী, সাইফুল আলম মাসুদ, এ এম মাহবুব চৌধুরী, এম এ মালেক, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, আব্দুস সামাদ লাবু, মোহাম্মদ সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল আবছার, মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, প্রফেসর আহসানুল আলম পারভেজ, এসএম শামীম ইকবাল, এইচএম হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, হাজী এম এ মালেক, এস এম আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ্ব মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, ডব্লিউ আর আই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, আমির আলী হোসেন, আহমেদুল হক, এম সোলায়মান, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ ও বোরহানুল এইচ চৌধুরী।

নির্বাচিত পরিচালকবৃন্দ পরবর্তীতে বৈঠক করে সর্বসম্মতিক্রমে একজন সভাপতি, একজন প্রথম সহসভাপতি, পাঁচজন সহসভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচন করেন। অফিস বিয়ারার নির্বাচনে কেডিএস লজিস্টিক লিমিটেডের খলিলুর রহমানকে সভাপতি, নামরীন এন্টারপ্রাইজের শওকত আলী চৌধুরী ১ম সহসভাপতি; এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস লিমিটেডের এ এম মাহবুব চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, মীর পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজের মোহাম্মদ আব্দুস সালাম এবং দি পূর্বকোণ লিমিটেডের জসিম উদ্দিন চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের আব্দুস সামাদ লাবুকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সংকটে বাড়বে সার আমদানি
পরবর্তী নিবন্ধ১০ কেজি করে ভিজিএফের চাল পাবে আড়াই লাখ দুস্থ পরিবার