শ্রীলঙ্কাকে নতুন ঋণ দেয়ার ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চরম অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে নতুন করে আরও ২৫ কোটি ডলার ধার চাইলেও এবার সেই ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান গতকাল সোমবার বলেন, এই মুহূর্তে আমরা ওই ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না, কারণ আমাদেরই এখন অনেক চাহিদা রয়েছে। খবর বিডিনিউজের।
১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর একটি বড় কারণ।
এ বছর কলম্বোকে প্রায় ৬৯০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে, অথচ জ্বালানি তেল, খাদ্য, কাগজের মতো নিত্যপণ্য আমদানির মত যথেষ্ট বিদেশি মুদ্রাও সরকারের হাতে নেই। তেল কিনতে না পারায় দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। খাদ্য মূল্যস্ফীতি রেকর্ড ৩০.২ শতাংশে পৌঁছেছে।
এই সংকটের শুরু হয়েছে বেশ কয়েক মাস আগেই। বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে গতবছর শ্রীলঙ্কার বাংলাদেশের শরণাপন্ন হয়। ২০ কোটি ডলার ধার দিয়ে সে সময় বন্ধুপ্রতীম দেশটির পাশে দাঁড়ায় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধব্যাটারিচালিত ৩ চাকার যান মহাসড়কে উঠতে পারবে না
পরবর্তী নিবন্ধ২৬ মন্ত্রীর পদত্যাগ আরও সংকটে শ্রীলঙ্কা