শ্রীলংকা সিরিজের জন্য দল ঘোষণা টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সাকিব-মোস্তাফিজ ফিরেছে সে দলে। জায়গা পেয়েছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দলটি ঘোষণা করা হয়েছে প্রথম দুই ম্যাচের জন্য। গতকাল বিকেএসপিতে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের মাঝপথে দল ঘোষণা করে বিসিবি। সবশেষ নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও নাসুম আহমেদও। সিরিজের জন্য গত ১ মে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল নির্বাচকরা। সেই দল থেকে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, হাসান মাহমুদ, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও নাসুম আহমেদ। নাঈম, তাইজুল ও শহিদুল অবশ্য আছেন স্ট্যান্ড বাই তালিকায়। প্রাথমিক দলে শুরুতে না থাকলেও পরে যোগ করা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকেও রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। কোভিড পরিস্থিতিতে জরুরি প্রয়োজনকে ভাবনায় রেখে অপেক্ষমাণ তালিকার চার জনকে রাখা হবে মূল স্কোয়াডের সঙ্গেই। সৌম্য সরকারের সাম্প্রতিক পারফরম্যান্স ভাল না হলেও গতকাল নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। তিনি দলে টিকে গেছেন। অপরদিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের দলে থাকলেও সেখানে কোন ম্যাচ খেলতে পারেননি শান্ত। তবে তিনি এবার বাদ পড়লেন। নাঈম শেখও বাদ পড়েছেন নিউজিল্যান্ডে কোনো ওয়ানডে না খেলেই। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে না যাওয়া সাকিব আল হাসান এবার আছেন অনুমিতভাবেই। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে থেকেও এখনও অভিষেক না হওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামও আছেন এই দলে। বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম দুই ম্যাচ আগামী রোববার ও মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। দিবা-রাত্রির সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ১টায়।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে যাদের জায়গা হয়েছে তারা হলেন : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম। অপেক্ষমান তালিকায় রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনকে মুক্ত করার আহবান জামাল ভূঁইয়ার
পরবর্তী নিবন্ধমুম্বাইে বার্জডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার