শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে পরিবহনে চাঁদাবাজি

পাহাড়তলীতে চারজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রশাসনের ভয় দেখিয়ে তারা বাস, টেম্পো কিংবা সিএনজি টেক্সি চালকদের চাঁদা দিতে বাধ্য করে। না দিলে বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে বানানো হয় টোকেন। এভাবেই চাঁদা আদায় করা ৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। শনিবার নগরীর পাহাড়তলী থানার এব্লক বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ওপর থেকে চাঁদা আদায়কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেট এলাকার মো. শফি (৫৮), পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার মো. রাশেদ (৩২), একই এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৪) এবং সন্দ্বীপ উপজেলার পূর্ব হরিশপুর গ্রামের মো. শাকিল (২৮)

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, পাহাড়তলী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাঁদাবাজদের গ্রেপ্তারে কাজ শুরু করে সংস্থাটি। এরপরই অভিযান চালিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়ায় শফিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, তারা পরস্পর যোগসাজসে ৪৫ বছর ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে সিএনজি টেক্সি, বাস, টেম্পো, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের গতিরোধ করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। বিভিন্ন সময় র‌্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেটে হাতে নম্বর লিখে টোকেন সরবরাহ করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মধ্যরাতে মোবাইল কোর্টের অভিযান, দুই মাটিখেকোর কারাদণ্ড