চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস

জাপান সফরে গেলেন মেয়র রেজাউল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

শিল্পের ব্যবস্থাপনা বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে জাপান গেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গত রাত পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। এর আগে বিকেলে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছান মেয়র। আগামী ২ মে রেজাউল করিম চৌধুরীর দেশে ফেরার কথা রয়েছে। তিনি জাপান অবস্থানকালীন সময়ে প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে গতকাল মেয়রকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দের বিদায় জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ্‌ আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহীন উল ইসলাম চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান ও তৌহিদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধতীব্র গরম, চবির ক্লাস চলবে অনলাইনে
পরবর্তী নিবন্ধশ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে পরিবহনে চাঁদাবাজি