তীব্র গরম, চবির ক্লাস চলবে অনলাইনে

চবি প্রতিনিধি | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

অতিমাত্রায় গরম পড়ার কারণে চবির যাবতীয় ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া শাটল ট্রেন যথানিয়মে চলাচল করবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. আবু তাহের, উপউপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজালিয়াত চক্রের সঙ্গে অর্থ লেনদেন : কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী রিমান্ডে
পরবর্তী নিবন্ধচসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস